প্রাইমারী শর্ট- সাজেশন ৪

 প্রাইমারী শর্ট- সাজেশন ( আসন্ন প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বাধিক কমন উপযোগী প্রশ্নত্তোর ) পর্ব-৪ ।


◾ ‘অর্বাচীন’ শব্দের অর্থ কী ?
✔উত্তর : নতুন।


◾'অভিরাম’ শব্দের অর্থ কী ?
✔উত্তর : সুন্দর বা রমণীয়।

◾ ‘অলীক’ শব্দের কী ?
✔উত্তর : মিথ্যা।



◾পূর্বপদে উপসর্গ বসে কোন সমাস হয়?
✔উত্তরঃ প্রাদি সমাস।


◾বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ আছে?
✔উত্তরঃ ১০টি।



◾বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে?
✔উত্তরঃ ৫০টি। (স্বরবর্ণ ১১টি+ ব্যঞ্জণবর্ণ ৩৯টি)



◾ ‘অনন্তর’ শব্দের অর্থ –
✔উত্তর : অতঃপর।



◾বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ আছে?
✔উত্তরঃ ১০টি।


◾বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ?
✔উত্তরঃ ১০টি (“অ” ছাড়া)



◾বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি ধ্বনি আছে?
✔উত্তরঃ ২৫টি।


◾বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনি আছে?
✔উত্তরঃ ১১টি।


◾বাংলা বর্ণমালায় শিষ ধ্বনি আছে?
✔উত্তরঃ ৪টি (শ, স, ষ, হ)

◾ ‘নিকুঞ্জ’ শব্দের সঠিক অর্থ কোনটি ?
✔উত্তর : বাগান।


◾ ‘অপলাপ’ শব্দের অর্থ কী ?
✔উত্তর : অস্বীকার।





◾ ‘ইনকিলাব’ শব্দের অর্থ কী –
✔উত্তর : বিপ্লব ও আন্দোলন।



◾ ‘উপক্রম’ শব্দের যথার্থ সমার্থক শব্দ কোনটি ?
✔উত্তর : সূত্রপাত।

◾ ‘কোনটি’ উচাটন শব্দের সমার্থক শব্দ ?
✔উত্তর : উৎকণ্ঠা।

◾ ‘জঙ্গম’ এর শব্দার্থ কোনটি ?
✔উত্তর : গতিশীল।

◾ ‘বেসাতি’ শব্দের অর্থ কী ?
✔উত্তর : কেনাবেচা।

◾ ‘বিরাগী’ শব্দের অর্থ কী ?
✔উত্তর : উদাসীন।

◾ ‘বামেতর’ শব্দটির অর্থ –
✔উত্তর : ডান।

◾ ‘মুখচোরা’র সমার্থক শব্দ কোনটি ?
✔উত্তর : লাজুক।


◾ ‘শিষ্টাচার’ এর সমার্থক শব্দ কোনটি ?
✔উত্তর : সদাচার।

◾ ‘অনীক’ শব্দের অর্থ কী ?
✔উত্তর : সৈনিক।



◾বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনি আছে?
✔উত্তরঃ ১১টি।





◾বিদ্যাপতি কোথাকার কবি-
✔উত্তরঃ মিথিলা।

◾ ব্রুজবুলি ভাষার প্রবর্তক-
✔উত্তরঃ বিদ্যাপতি।

◾শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা-
✔উত্তরঃ বড়ু চণ্ডিদাস।

◾মঙ্গলকাব্যের বিষয়বস্তু-
✔উত্তরঃ ধর্মবিষয়ক আখ্যান।

◾মঙ্গলযুগের শেষ কবি-
✔উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর।

◾বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা
করেন –
✔উত্তরঃ দীনেশ চন্দ্র সেন।



◾"আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" কার উক্তি?
✔উত্তরঃ ঈশ্বরী পাটনী।

◾"মৈমনসিংহ গীতিকা" সংগ্রহ করেন-
✔উত্তরঃ দীনেশচন্দ্র সেন।

◾প্রাচীন মুসলমান বাঙ্গালী কবি কে-
✔উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।

◾ইউসুফ জোলেখার রচয়িতা-
✔উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।

◾"পদ্মাবতী" কাব্যে গ্রন্থের রচয়িতা-
✔উত্তরঃ আলাওল।

◾পুঁথি সাহিত্যের কবি কারা?
✔উত্তরঃ সৈয়দ হামজা/ফকির গরীবুল্লাহ।


◾ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা সন-
✔উত্তরঃ ১৮০০ সাল।

◾ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয়-
✔উত্তরঃ ১৮০১ সালে।



◾বাংলা একাডেমি প্রতিষ্ঠিত-
✔উত্তরঃ ১৯৫৫ সালে।

◾বাংলা একাডেমির মূল ভবনের নাম-
✔উত্তরঃ বর্ধমান হাইজ।

◾বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস-
✔উত্তরঃ আলালের ঘরে দুলাল।

◾"উত্তম পুরুষ" উপন্যাসের রচয়িতা-
✔উত্তরঃ রশীদ করিম।

◾"আনোয়ারা" উপন্যাসের রচয়িতা-
✔উত্তরঃ নজিবর রহমান।



◾ "তিতাস একটি নদীর নাম" উপন্যাসের রচয়িতা-
✔উত্তরঃ অদ্বৈত মল্লবর্মণ।


◾"নদী ও নারী" উপন্যাসের রচয়িতা-
✔উত্তরঃ হুমায়ূন কবির।

◾বাংলা সাহিত্যের ইতিবৃত্ত রচয়িতা-
✔উত্তরঃ মুহাম্মদ আঃ হাই।


◾"মুক্তিযুদ্ধের দলিলপত্র" সংলকন করেন- ✔উত্তরঃ হাসান হাফিজুর রহমান।



◾"বনফুল" কার ছদ্ধনাম-
✔উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়।

◾"বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে" উক্তিটির তাৎপর্য-
✔উত্তরঃ জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।

◾"কোথায় স্বর্গ কোথায় নরক...‌ সুরাসুর" উক্তিটি কার-
✔উত্তরঃ ফজলুল করিম।



◾যুগসন্ধিক্ষণের কবি কে-
✔উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত।

◾বাংলা গদ্যের জনক-
✔উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

◾বাংলা আধুনিক কবিতার প্রবর্তক-
✔উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

◾বাংলা সনেটের রচয়িতা-
✔উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

◾"নীল দর্পণ" কার রচনা?
✔উত্তরঃ দীনবন্ধু মিত্র।



◾"হুতোম প্যাঁচার নকশা" কার রচনা?
✔উত্তরঃ কালীপ্রসন্ন সিংহ।


◾মীর মোশাররফ হোসেনের "বিষাদ সিন্ধু" কী ধরণের রচনা?
✔উত্তরঃ উপন্যাস।



◾টি এস এলিয়টের রচনার প্রথম বাংলা অনুবাদক-
✔উত্তরঃ বরীন্দ্রনাথ ঠাকুর।

◾রবীন্দ্রনাথ নজরুলকে কোন নাটক উৎসর্গ করেন?
✔উত্তরঃ বসন্ত।

◾ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা... কার রচনা?
✔উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।

◾বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক-
✔উত্তরঃ প্রমথ চৌধুরী।

◾প্রমথ চৌধুরীর ছদ্ধনাম কি
✔উত্তরঃ বীরবল।



◾অনল প্রবাহ" কার রচনা?
✔উত্তরঃ ইসমাইল হোসেন সিরাজী।

◾পদ্মরাগ" কার রচনা?
✔উত্তরঃ বেগম রোকেয়া।


◾"পথের প্যাঁচালী" কার রচনা?
✔উত্তরঃ বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।

◾"আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর"- কার রচনা?
✔উত্তরঃ আবুল মুনসুর আহমদ।

◾জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি-
✔উত্তরঃ ঝরাপালক (তার বিখ্যাত কাব্যগ্রন্থ- ধূসর পাণ্ডলিপি)



◾কাজী নজরুলের প্রথম লেখা-
✔উত্তরঃ বাউন্ডেলের আত্মকাহিনী।

◾বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত?
✔উত্তরঃ নজরুলের প্রথম কাব্যগ্রন্থ "অগ্নিবীণা"।

◾নজরুলের প্রথম উপন্যাস কোনটি?
✔উত্তরঃ মৃত্যুক্ষুধা।

◾নজরুলের সঞ্চিতা কাকে উৎসর্গ করেন?
✔উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে।



◾"চাচা কাহিনী" ও "পঞ্চতন্র" কে লেখেন?
✔উত্তরঃ সৈয়দ মুজতবা আলী।

◾সৈয়দ মুজতবা আলীর "দেশে-বিদেশে" কোন শহরের প্রাধান্য পেয়েছে?
✔উত্তরঃ কাবুল।



◾"পদ্মানদীর মাঝি" প্রাগৈতিহাসিক" ও "পতুল নাচের ইতিকথা"- গ্রন্থগুলো কার রচনা?
✔উত্তরঃ মানিক বন্দোপাধ্যায়।


◾"সাঝের মায়া" কার রচনা?
✔উত্তরঃ সুফিয়া কামাল।

◾"ছায়া হরিণ" ও "মেঘ বলে চৈত্রে যাব" কার রচনা?
✔উত্তরঃ আহসান হাবিব।

◾"ক্রীতদাসের হাসি" কার রচনা?
✔উত্তরঃ শওকত ওসমান।



◾"বিশ শতকের মেয়ে" কার রচনা?
✔উত্তরঃ ড. নীলিমা ইব্রাহিম।



◾"লালসালু" কে রচনা করেন?
✔উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।

◾ "রক্তাক্ত প্রান্তর" নাটকটি কার রচনা?
✔উত্তরঃ মুনীর চৌধুরী।

◾মুনীর চৌধুরীর "কবর" নাটকের পটভূমি?
✔উত্তরঃ ভাষা আন্দোলন।


◾"সূর্যদীঘল বাড়ী" উপন্যাসটি কার রচনা?
✔উত্তরঃ আবু ইসহাক।

◾'সংশপ্তক' কার রচনা?
✔উত্তরঃ শহীদুল্লাহ কায়সার।


◾"তুমি আসবে বলে হে স্বাধীনতা" কার কবিতা?
✔উত্তরঃ শামসুর রহমান।

◾"তেইশ নম্বর তৈলচিত্র" কার উপন্যাস?
✔উত্তরঃ আলাউদ্দিন আল আজাদ।

◾"হাজার বছর ধরে", "আরেক ফাল্গুন" ও "Stop Genocide" কার উপন্যাস?
✔উত্তরঃ জহির রায়হান।

◾"পায়ের আওয়াজ পাওয়া যায়" নাটকটি কার?
✔উত্তরঃ সৈয়দ শামসুল হক।

◾"সোনালী কাবিন" কার কাব্যগ্রন্থ?
✔উত্তরঃ আল মাহমুদ।



◾"অয়োময়", "এইসব দিন রাত্রি" আগুনের পরশমণি" ও "শঙ্খনীল কারাগার" কার রচনা?
✔উত্তরঃ হুমায়ুন আহমেদ।


◾"চিলেকোঠার সেপাই", " দুধে-ভাতে উৎপাত" খোয়াব নামা" ও "সংষ্কৃতির ভাঙ্গা সেতু" কার রচনা?-
✔উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের একমাত্র শতভাগ সাফল্যের সেরা প্রস্তুতির অনলাইন গাইড লাইন প্লাটফর্মে আপনাকে স্বাগতম